তোকে রোজ সকালে দেখতে ইচ্ছে হয় ।
তোকে সঙ্গে পেলে করবো যুদ্ধ জয় ।
সারারাত ধরে, মায়া বন্দরে, তোর ঠিকানা
খুঁজে খুঁজে আশ মেটে না ।
তোকে ছাড়া দিন কাটে না ।
সুর কাটে, তাল লাগে না
তোকে ছাড়া ভাল্লাগে না ।
তোকে রোজ সকালে দেখতে ইচ্ছে হয় ।
তোকে সঙ্গে পেলে করবো যুদ্ধ জয় ।
মিছিমিছি কিছুমিছু খুনসুটি
তোর আমারে ।
মেঘেদের কলরবে স্কুল ছুটি
বৃষ্টি নামায় ।
ডাকনামে ডেকে ওঠে চুপিসারে
প্রিয় পিছুটান ।
স্বপ্নের অক্ষরে ডানা মেলে
অবাক উড়ান ।
তোকে অন্য নামে ডাকতে ইচ্ছে হয় ।
তোর গন্ধ মেখে থাকতে ইচ্ছে হয় ।
সারারাত ধরে, মায়া বন্দরে, তোর ঠিকানা
খুঁজে খুঁজে আশ মেটে না ।
তোকে ছাড়া দিন কাটে না ।
সুর কাটে, তাল লাগে না
তোকে ছাড়া ভাল্লাগে না ।
তোকে রোজ সকালে দেখতে ইচ্ছে হয় ।
তোকে সঙ্গে পেলে করবো যুদ্ধ জয় ।
সারারাত ধরে, মায়া বন্দরে, তোর ঠিকানা
খুঁজে খুঁজে আশ মেটে না ।
তোকে ছাড়া দিন কাটে না ।
সুর কাটে, তাল লাগে না
তোকে ছাড়া ভাল্লাগে না ।