এই মন অচেনা, কার খোঁজ বোঝেনা
দলছুট ঠিকানায়, তোলপাড় অজানায়
হাত বাড়িয়ে.. চাঁদটা কে ছুঁই
সঙ্গে থাকিস প্রেম মানে তুই।
ভুলিয়ে দে পথ চেনা
তোকে ছাড়া দিশেহারা ইচ্ছেডানা (x2)
চল হাঁটি একসাথে আলো ঝলমলে ফুটপাতে,
চল হাঁটি একসাথে আলো ঝলমলে ফুটপাতে,
এক পলকে চাঁদটা কে ছুঁই
সঙ্গে থাকিস প্রেম মানে তুই
হাত বাড়িয়ে.. চাঁদটা কে ছুঁই