প্রেমের নগরে, চাই কাছে তোরে
এই প্রেমের নগরে, চাই কাছে তোরে
ভাল্লাগেনা গ্যাঁড়াকলের ওদল বদল
ঢিংকাটিকা ঢিংকাটিকা জামাই বদল
পড়েছি কি চাপে, বোঝেনা যে বাপে
আরে ষোলো আনা খাঁটি এ প্রেম
খেলছি নাতো গেম,
এ আমার বাংলা প্রেম,
বিশুদ্ধ বাংলা প্রেম..
মন মন মন জানে ঘুম ঘুম চাঁদ মানে
দু‘চোখের নীল জোছনায় স্বপ্নে তুই।
প্রেম প্রেম প্রেম জানে রিমঝিম সুর মানে
শ্রাবণের বৃষ্টি ধারায় তোকে ছুঁই।
আছি তোর অভাবে, বোঝাবো কিভাবে?
ষোলো আনা খাঁটি এ প্রেম
খেলছি নাতো গেম,
এ আমার বাংলা প্রেম,
বিশুদ্ধ বাংলা প্রেম..
দিন দিন দিন কাটে শুনশান পথ ঘাটে
এ প্রেমের ভাবনা জুড়ে তোর কথায়।
রাত রাত রাত এলে আনচান মন বলে
আমি যে একলা আছি তুই কোথায় ?
আছি তোর অভাবে, বোঝাবো কিভাবে ?
আরে ষোলো আনা খাঁটি এ প্রেম
খেলছি নাতো গেম,
এ আমার বাংলা প্রেম,
বিশুদ্ধ বাংলা প্রেম..
এই প্রেমের নগরে, চাই কাছে তোরে
ভাল্লাগেনা গ্যাঁড়াকলের ওদল বদল
ঢিঙ্কাটিকা ঢিঙ্কাটিকা জামাই বদল
পড়েছি কি চাপে বোঝেনা যে বাপে
আরে ষোলোআনা খাঁটি এ প্রেম খেলছি না তো গেম
এ আমার বাংলা প্রেম বিশুদ্ধ বাংলা প্রেম
মন মন মন জানে ঘুম ঘুম চাঁদ মানে
দুচোখের নীল জোছনায় স্বপ্নে তুই
প্রেম প্রেম প্রেম জানে রিমঝিম সুর মানে
শ্রাবনের বৃষ্টি ধারায় তোকে ছুঁই
আছি তোর অভাবে বোঝাবো কি ভাবে