এতো রোদ্দুর তুই এনে দিলি তাই,
তোর বৃষ্টি আমি একটু পেতে চাই।
এতো রোদ্দুর তুই এনে দিলি তাই,
তোর বৃষ্টি আমি একটু পেতে চাই।
মেঘলা হয়ে যাক,
আরও পাঁচটা বারো মাস,
কোনো বিকেলবেলাতে,
তুই আমার হয়ে যাস।
শুধু তুই – শুধু তুই,
আর চাইছি না কিছুই।
শুধু তুই – শুধু তুই,
আর চাইছি না কিছুই। – [ ২ ]
মন তোর অলিতে গলিতে ঘোরে,
আর কুড়োয় অভিমান।
এই মন তোর আকাশে বাতাসে খেলে,
দেয় ঘুম পড়ানোর গান। – [ ২ ]
মেঘলা হয়ে যাক,
আরও পাঁচটা বারো মাস,
কোনো বিকেলবেলাতে,
তুই আমার হয়ে যাস।
শুধু তুই – শুধু তুই,
আর চাইছি না কিছুই।
শুধু তুই – শুধু তুই,
আর চাইছি না কিছুই। – [ ২ ]