রূপকথার রূপসী, চুপকথার উর্বশী
যখনই হল যে আলাপ।
ইস্কবালা তোর হাসি, বুকে ঝড় ফ্যান্টাসি
বুঝি নি যে it’s my love
কি করে বলবো কি যে
হয়রান হচ্ছি নিজে
তোর জন্যই খুশি অর ইয়ে গম
বিন তেরে সানাম, বিন তেরে সানাম
বিন তেরে সানাম ও..
আনমনে কাটছে যে দিন,
স্বপ্নেরা হচ্ছে স্বাধীন
পাল্টে যে যাচ্ছে দিন–রাত।
হোক না মন দারুন রঙিন
গল্পটা আজ সীমাহীন
শুনবো না কোনো অজুহাত।
কি করে বলবো কি যে,
হয়রান হচ্ছি নিজে
তোর জন্যই খুশি অর ইয়ে গম
বিন তেরে সানাম, বিন তেরে সানাম
বিন তেরে সানাম ও..
যাক ভেসে ইচ্ছে হাওয়া,
আকাশ নীল হঠাৎ পাওয়া
মেঘেদের হারিয়ে যাওয়ার ছল,
যাওয়ার ছল
ঘরছাড়া মন মেজাজি
ঠিকানা ভুলতে রাজি
এ কেমন কারসাজি রে বল,
কারসাজি রে বল
কি করে বলবো কি যে
হয়রান হচ্ছি নিজে
তোর জন্যই খুশি অর ইয়ে গম
বিন তেরে সানাম, বিন তেরে সানাম
বিন তেরে সানাম ও..