আলতো ছুঁয়ে বলতে গেছি তোকে
কিন্তু কথা আটকে গেলো মুখে
কোন দিকে যে যাই ভাল লাগে না ছাই
এলো মেলো মন গড়ানো লোকে
কোন দেশেরই বীরপুরুষ এলো
রাজ্ কোননা যেন খুঁজে পেলো
থমকে গেলো মুখ দুরু দুরু বুক
চললো সে তো মন গড়ানো লোকে।
পা রা রা রা রা পা রা রা রা রা
তারারাও যাই মিশে খোলা ছাদে কার্নিশে
আকাশের সিমানা ছাড়িয়ে
আধো চাঁদও রূপসী আনমনা উর্বশী
চোখে চোখে কথা গেছে হারিয়ে
ঝোড়ো হাওয়া উড়ে যাওয়া
হটাৎ তোমার কাছে পাওয়ার জন্যে
এই অরণ্যে হারাতে যে চাই।
আলতো ছুঁয়ে বলতে গেছি তোকে
কিন্তু কথা আটকে গেলো মুখে
কোন দিকে যে যাই ভাল লাগে না ছাই
এলো মেলো মন গড়ানো লোকে
না না এতো গল্পনা দুষ্টু মিষ্টি কল্পনা
ইশারাতে ডেকেছি যখনি।
জোনাকিরা কান পেতে
অন্ধকারে দোল বেঁধে
আলোতে মাখা মাখি তখনি
উড়ো হওয়া তোকে পাওয়া
হটাৎ তোর কাছে যাওয়ার জন্যে
এই অরণ্যে হারাতে যে চাই।
কোন দেশেরই বীরপুরুষ এলো
রাজ্ কোননা যেন খুঁজে পেলো
থমকে গেলো মুখ দুরু দুরু বুক
চললো সে তো মন গড়ানো লোকে।
পারা রা রা রা পাারা রা রা রা
পারা রা রা পারা পা রা