মন খারাপ এ বৃষ্টি,
চোখ কেন ভিজতে চায়?
কাচ ভাঙা এ আয়নায়,
তোর ছবি পাল্টে যায়।
তুই ফিরে আয় আমার কল্পনায়,
তুই ফিরে আয় আমার কল্পনায়। – [ ২ বার ]
চেনা চেনা হাসি মুখে,
অগোছালো স্বপ্ন বুকে,
আয় না ছুটে আমার গল্পটায়।
এলোমেলো দুপুর গুলো,
আদর মাখা সোহাগ ছিলো,
আয় না ফিরে আমার কল্পনায়।
তুই ফিরে আয় আমার কল্পনায়,
তুই ফিরে আয় আমার কল্পনায়।
নিষ:কালো এ রাত্রি
চাঁদ চুরি করতে চাই !
ঘুম ভাঙা এ সকাল,
রোদ ছুঁয়ে দেখতে চায়।
তুই ফিরে আয় আমার কল্পনায়,
তুই ফিরে আয় আমার কল্পনায়।
পথ ভোলা এ রাস্তা,
তোর বাড়ি ফিরতে চায়।
পালছেঁড়া এ নৌকো,
তোর খোঁজে দিক হারায়।
তুই ফিরে আয় আমার কল্পনায়,
তুই ফিরে আয় আমার কল্পনায়।
মনে মনে স্মৃতিটাকে,
আঁকড়ে ধরে বিধাতাকে,
চাইছি তোকে আমার সপ্নটায়। – [ ২ বার ]
তুই ফিরে আয় আমার কল্পনায়,
তুই ফিরে আয় আমার কল্পনায়।