
https://www.youtube.com/watch?v=MjOtGsZwW24
তোমাকে দিয়েছিলাম,
চেনা চেনা কথা গুলো।
এসো না জুড়ে নিতে,
ছেড়া ছেড়া ব্যথা গুলো। – [ ২ ]
এ অগোছালো হাওয়া,
ব্যস্ত আশা যাওয়া,
আমাদের চেনালো কি?
আবছা হয়ে এসো,
আমাকে ভালোবাসো,
এর বেশি চেয়েছি কি?
তোমাকে দিয়েছিলাম,
চেনা চেনা কথা গুলো।
এসো না জুড়ে নিতে,
ছেড়া ছেড়া ব্যথা গুলো।
নিজেকে আমি,
বুঝিয়ে নিয়েছি,
হবো তোমার।
নিজেকে আমি ,
হারিয়ে ফেলেছি
কাছে তোমার।
এ অগোছালো হাওয়া,
ব্যস্ত আশা যাওয়া,
আমাদের চেনালো কি?
আবছা হয়ে এসো,
আমাকে ভালোবাসো,
এর বেশি চেয়েছি কি?
তোমাকে দিয়েছিলাম,
চেনা চেনা কথা গুলো।
এসো না জুড়ে নিতে,
ছেড়া ছেড়া ব্যথা গুলো।