এতোদিন সাদা মনে কাদা লাগেনি
প্রেম কি হয় তা আগে বুঝেও বুঝিনি।
এতোদিন সাদা মনে কাদা লাগেনি
প্রেম কি হয় তা আগে বুঝেও বুঝিনি।
কে যেনো বড়শি দিয়া
নিলো যে আমায় তুইলা
বুকেরই মাঝে বাজে
তাক ধিনা ধিন ধিন রে।
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে,
মন আমার কেমন কেমন করে।
আরে ঝপট ঝপট হেচঁর পেঁচর
কতো কিছু হয়
তারে দেইখা দিল দরিয়ায়
যেন তুফান বয়। (x2)
তার ঐ রূপের ঝলক
জ্বলে যে রজব মজব
আমার এই বুকে বাজে
তাক ধিনা ধিন ধিন রে।
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে
মন আমার কেমন কেমন করে।
আরে বধূ বিনে এ জীবনে
বেঁচে থাকা দায়
কেমন কইরা পামু তারে
কইয়া দে উপায়। (x2)
তুই যে প্রাণ সজনী
তোকে নিয়ে স্বপ্ন বুনি
আমার এই বুকে বাজে
তাক ধিনা ধিন ধিন হা।