স্বপ্ন যেন পেলো ভাষা
সত্যি হলো মনের আশা
থাকবে চিরদিন ,
এ ভালোবাসা ও ও …
দুটি চোখে নেমে আশা
স্বপ্ন দিলে তুমি ভাষা
থাকবে চিরদিন
এ ভালোবাসা ও ও …
স্বপ্ন যেন পেলো ভাষা
মন ভিজে ভিজে গেলো যে
প্রেমেরই বৃষ্টি -তে
রাত যেতে যেতে থামলো যে
স্বপ্নেরই দৃষ্টি -তে (x2)
রাত জোনাকি হো ..
মনের আশা হো ..
আজকে পেলো হো ..
সুখের ভাষা হো ..
থাকবে চিরদিন
এ ভালোবাসা ও ও ..
স্বপ্ন যেন পেলো ভাষা
লা লা লা লা …
প্রেম খুঁজে খুঁজে পেলো যে
ওই মনের ঠিকানা
আজ বাড়ে বাড়ে মনে হয়
নেই প্রেমের সীমানা (x2)
ও .. দিনের বুকে রাতের নেশা
দুটি মনের কাছে আশা
ও .. থাকবে চিরদিন ..
এ ভালোবাসা ও ও …