আমি বনফুল গো
চন্দনে চন্দনে দুলি আনন্দে
আমি বনফুল গো
বাসন্তিকার কণ্ঠে আমি (২)
মালিক দোদুল গো (২)
আমি বনফুল গো
চন্দনে চন্দনে দুলি আনন্দে
আমি বনফুল গো
বোনের পরী আমার সঙ্গে
খেলতে আসে কুঞ্জবনে
ফুল ফোটানো গান গাইত যে (২)
পাপিয়া- বুলবুল তো (২)
আমি বনফুল গো
চন্দনে চন্দনে দুলি আনন্দে
আমি বনফুল গো
পথিকভ্রমর শুধায়ে মোরে
সোনার মেয়ে নাম কি তোর
বলি ফুলের দেশের কন্যা আমি
চম্পাবতী নাম তো মোর (২)
লতার কোনে চাঁদনী টষ্টে
বাসর জাগি চাঁদের সাথে
ভোরের বেলায়, নয়ন মেলে
দোলে শিশির দূলতো
আমি বনফুল গো
চন্দনে চন্দনে দুলি আনন্দে
আমি বনফুল গো ।