মনে মেঘ জমতে থাকে
পরে যাই দুর্বিপাকে
মনে মেঘ জমতে থাকে
পরে যাই দুর্বিপাকে
চিন্তা তে তোর, কাটছে প্রহর
শান্তি নেই এ যন্ত্র নার
মন মাঝি রে বল না কোথায়
মন মাঝি রে আয় ফিরে আয় …..(২)
আয় ফিরে আয়…(3)
একা রাত বাঁকা চাঁদ
লাগেনা ভালো রে আর …ও….
একা রাত বাঁকা চাঁদ
লাগেনা ভালো রে আর …ও….
নেই রোধ নেই রং
জানি না কিছুই করার ……ও……
একা রাত বাঁকা চাঁদ
লাগেনা ভালো রে….. আর
নেই রোধ নেই রং
জানি না কিছুই করার ……
পড়ছে মনে মুখের অদল
ভাঙে বুক ভাঙছে পাহাড়
মন মাঝি রে বল না কোথায়
মন মাঝি রে…আয় ফিরে আয়
আয় ফিরে আয় (৭)