যে কথা না বলা সে কথা আজ শুনো
যা কিছু শোনাবো আজ বলিনি কখনো
ইচ্ছে যত, উড়িয়ে দেবো
হটাৎ দমকা হওয়াতে
দস্যু হয়ে তারা
ভাঙবে যে পাহারা
জাগাবে তোমায় রাতে
বলো না বোলো শুনতে কি চাও
বলো না বলো শুনতে কি পাওয়
বলো না বোলো আজ কে আমায় (x2)
চলে গিয়ে পিছু
ফিরেয়চোখের কোন এ চাওয়া
ফিরে এসে ও কানে কানে
বলে উদাস হাওয়া
পড়তে যদি পারো তবে
পর চোখের ভাষা
নতুন করে পাবো তোমায়
তাই তো ফিরে আসা
ফিরে এলে তবু সংশয়ে মন
আবার ও যদি হারায়
ইচ্ছে যত উড়িয়ে দেবো
হটাৎ দমকা হওয়াতে
দস্যু হয়ে তারা
ভাঙবে যে পাহারা
জাগাবে তোমায় রাতে
বলো না বোলো শুনতে কি চাও
বলো না বোলো শুনতে কি পাও
বলো না বোলো আজ কে আমায়
তোমায় ঘিরেই ও -কারণ এ
আমার পাগলামি
বুঝিয়ে দেয় যখুন তখন
বদলে গেছি আমি
ও তোমায় , ছুঁলে শরীর জুড়ে
শিউলি ফুটে ওঠেই
ভালোবাসার মুক্ত দানা
চোয়ালে এই ঠোঁটে
বুকে ভেঙে পার
বান ভাসি ঢেউ
এ চোখে আমায় ভাষায়
ইচ্ছে যত উড়িয়ে দেবো
হটাৎ দমকা হওয়াতে
দস্যু হয়ে তারা
ভাঙবে যে পাহারা
জাগাবে তোমায় রাতে
বলো না বলো শুনতে কি চাও
বলো না বোলো শুনতে কি পাও
বলো না বোলো আজ কে আমায়