তোকে আগলে ধরে রাখছি,
জানি একটু বেশি ভাবছি,
আর ছুঁয়ে ছুঁয়ে দেখছি বারবার।
একি সত্যি নাকি স্বপ্ন,
তুই সেই নাকি অন্য,
তাই ভয়ে ভয়ে বলছি বারবার।
তুই শুধু আমার – তুই শুধু আমার।
মনের আদলে বসিয়ে,
রাখবো তোকে সাথে সাথে আজ।
দিন রাতকে এক করে,
তোকে নিয়ে সাজবো যত সাজ।
তোর গন্ধ মেখে থাকবো,
তোকে খুব আদরে ঢাকবো,
তোর সাতকাহন ভাসবো আজ আবার।
একি সত্যি নাকি স্বপ্ন,
তুই সেই নাকি অন্য,
তাই ভয়ে ভয়ে বলছি বারবার।
তুই শুধু আমার – তুই শুধু আমার।
মেঘের চাদরে জড়িয়ে
রাখবো তোকে বুকে ধরে আজ।
রোদ না ছুঁতে পারে তোকে,
আলতো হাতে নামিয়ে আনবো সাজ।
তোর গন্ধ মেখে থাকবো,
তোকে খুব আদরে ঢাকবো,
তোর সাতকাহন ভাসবো আজ আবার।
একি সত্যি নাকি স্বপ্ন,
তুই সেই নাকি অন্য,
তাই ভয়ে ভয়ে বলছি বারবার।
তুই শুধু আমার – তুই শুধু আমার,
তুই শুধু আমার – তুই শুধু আমার।