স্টেশনের রেলগাড়িটা
মিস করে এক কান্ড করেছি
বাজলো বুঝি এই বারোটা
টাইম-টেবিল লন্ড-ভন্ড করেছি
ধরা পরে গেছি
মারা পরে গেছি
দোলা দিয়ে ফেলেছি
তোমারই লেভেল ক্রসিং এ
ঠিকই ঠিকই ধরেছো
ঠিকই ঠিকই বুঝেছি
ঠিকই ঠিকই তুমি মনে, মাথায়(x2)
যতই বলো দায়-টায় করছি
একটা লাইফকে দশবার করছি
যতই বলো এলেবেলে ছেলেটা
সুপারম্যানের অ্যাকশন শিখছি
চেষ্টা আমার
চলেছে এক দুই তিন চার
ঠিকই ঠিকই ধরেছো
ঠিকই ঠিকই বুঝেছি
ঠিকই ঠিকই তুমি মনে, মাথায়(x2)
যতই বলো রাস্তার চ্যাংড়া
চোখ মেরেছে তোমার দিকে
যতই দেখাও হারবার সঞ্চার
ফিনিশ করবো এক চুমুকে
চেষ্টা আমার থামছেনা
চাইলেও বারবার
ঠিকই ঠিকই ধরেছো
ঠিকই ঠিকই বুঝেছি
ঠিকই ঠিকই তুমি মনে, মাথায়(x2)
যতই বলো রাস্তার চ্যাংড়া
চোখ মেরেছে তোমার দিকে
যতই দেখাও হারবার সঞ্চার
ফিনিশ করবো এক চুমুকে
চেষ্টা আমার থামছেনা
চাইলেও বারবার
ঠিকই ঠিকই ধরেছো
ঠিকই ঠিকই বুঝেছি
ঠিকই ঠিকই তুমি মনে, মাথায়(x2)