হ্যালো হ্যালো
পাগলী তর ফোনের আশায় কাটে যে দিন রাত
হ্যালো হ্যালো
পাগলী তর হোয়াটস্যাপ-এর ফটো দেখেই কাত ।।
অরে হ্যালো
পাগলী তর ফোনের আশায় কাটে যে দিন রাত
পাগলী তর হোয়াটস্যাপ-এর ফটো দেখেই কাত
অনলাইন থাকিস কখন বল …
তোর একমায় মনে পড়লে
তুই দেনা মিসেড কল x4
পাগলী তর ফোনের আশায়
কাটে যে দিন রাত ।।
পাগলী তর হোয়াটস্যাপ-এর
ফটো দেখেই কাত ।।
অনলাইন থাকিস কখন বল …..
তোর একমায় মনে পড়লে
তুই দেনা মিসেড কল x2
ফেসবুক-এ তোর প্রোফাইল-এর
ফ্যান ফলোয়ার দে স্মাইল
নতুন নতুন ডিপি পেয়ে
লাইক মেরে যাই মিনিট-এ
টুইটার পিছু নিয়েছিস
সলিড কমেন্টস দিয়েছি ।
হোতি নোটি ইনস্টাগ্রাম
খুঁজছি শুধু তোরই নাম ।।
কর না তোর লেটেস্ট পোজ
সেলফি তুলেই পোস্ট
তোর প্রেমে ফটো ত্যাগ
হয়েছে অল মোস্ট
অনলাইন থাকিস কখন বল …
তোর একমায় মনে পড়লে
তুই দেনা মিসেড কল x4
তোর ছোয়াতে টাচ স্ক্রিন
কেয়পাড় এর ও শান্তি নেই ।
দিনে রাতে ইনবক্স ফুল
করিস আমায় শুধুই রুল ।।
হুম তোর জন্য আমার ফোনে
রিংটোন-এ তোকে খুঁজছে মন ।
নতুন প্রেমের কালের টিউন
শোনাবো চল হানিমুন ।।
তোর প্রেমে পড়েছি আজ বলতে বাধা কোই
হৈ-চৈ হলে হোক না আমি কোনো বাধা কোই
অনলাইন থাকিস কখন বল ।।
তোর একমায় মনে পড়লে
তুই দেনা মিসেড কল ।। x4