টুকরো টুকরো হওয়া সমাজের ছবি
বুকের ভেতরে যেন বিস্ফোরক সবই
সত্যি তো লুকিয়ে আঁধারের তলে
তল্লাশি চলুক আজ সর্বস্তরে। (x2)
সব ফ্যাকাসে, ক্যানভাসে,
সন্ধির আভাসে
আসবে বিসমিল্লাহ।
হো, কবীর …
প্রতিদিন শহরের রাস্তায় আর বন্দরে
চেনা মুখের ভিড়ে সে
সন্দেহের আভাসে বাস্তবের এ ঝাঁসে
হারাচ্ছে প্রতিদিন সে।
ভোরেরই আজানে সত্যির আবেদনে
রোজই অপেক্ষায় কবীর,
মৃত্যুর হাহাকার, বারুদের চিৎকার
শান্তির জিহাদ কবীর।
টুকরো টুকরো হওয়া সমাজের ছবি
বুকের ভেতরে যেন বিস্ফোরক সবই
সত্যি তো লুকিয়ে আঁধারের তলে
অনেক বাঁধা, জটিল ধাঁধা
সব কাটবে বিসমিল্লাহ।
কবীর হো, কবীর ..