বলো প্রিয়া বোলো বলোনা
কেন করো প্রিয়া চলোনা
মনে মনে দুজনে
হৃদয়ের বাঁধনে
প্রিয়া তুমি আমার
সাত পাকে বাধা
সাত পাকে বাধা
সাত পাকে বাধা
সাত পাকে বাধা
বলো প্রিয়া বোলো বোলনা আ আ …
তোমার আসতে
এ পথ চাওয়া যে
আমার ভালো লাগে
এতো এল র এতো খুশি যে
আমি দেখিনি আগে
হাত বাড়ালেই
সামনে তুমি
এর বেশি চাই না আমার
বলো প্রিয়া বোলো বোলনা আ আ …..
স্বপ্ন আমারি
তোমার দু চোখে
আমি সাজিয়ে দিলাম
মনে মনে আমি আমার আমি কে
তোমার হাতেই দিলাম
তোমায় চাওয়া
কাছে পাওয়া
সে তো আমার অধিকার
বলো প্রিয়া বোলো বলোনা
কেন করো প্রিয়া চলোনা
মনে মনে দুজনে
হৃদয়ের বাঁধনে
প্রিয়া তুমি আমার
সাত পাকে বাধা
সাত পাকে বাধা
সাত পাকে বাধা
সাত পাকে বাধা
বলো প্রিয়া বোলো বোলনা আ আ ….