দিন যত যাচ্ছে স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। লঞ্চের পরে Realme X2 Pro এর স্পেসিফিকেশনগুলি স্মার্টফোন আগ্রহীদের নজর কেড়েছে। এতে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট, শক্তিশালী প্রসেসর ছাড়াও অনেক সুবিধা রয়েছে।
ডিসপ্লে :
৬.৫ ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ফোনের screen to body রেশিও ৮৫ %-এর বেশি। এই ফোনে ছোট্ট ওয়াটার ড্রপ নচ রয়েছে।
স্টোরেজ :
দুটি স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। ৮ জিবি RAM + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ, ১২ জিবি RAM + ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজে পাওয়া যাবে এই ফোন।
প্রসাসের :
Android ৯.০ (Pie), Octa-core প্রসেসর আর Qualcomm SDM855 Snapdragon 855 চিপসেট।
ক্যামেরা :
৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর Sony IMX363, + ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল+ ২ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
অন্যান্য স্পেসিফিকেশন :
এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি ও সাথে রয়েছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। আর কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port। ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা।