শীঘ্রই লঞ্চ হবে Vivo V17। চিনের এক ওয়েবসাইটে Vivo V17 ফোনের স্পেসিফকেশন সামনে এসেছে। V1945A আর V1945T মডেল নম্বর গুলির নতুন দুটি স্মার্টফোন সামনে এসেছে CENAA ওয়েবসাইটে ।
ক্যামেরা :
Vivo V17 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ক্যামেরা যাতে পিক্সেল বাইন্ডিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ।একই প্রযুক্তি ব্যবহার করা হবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাতেও । সাথে থাকছে একটি ৮ মেগাপিক্সেল আর ২ মেগাপিক্সেল ক্যামেরা।
ব্যাটারি :
Vivo V17 ফোনের ভিতরে থাকবে একটি ৪,৩৯০ mAh ব্যাটারি।
ডিসপ্লে :
CENAA ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনে ৬.৩৮ ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে ব্যাবহার হয়েছে ।
প্রসেসর ও RAM :
ফোনে অক্টা-কোর প্রসেসর থাকছে, আর সাথে থাকবে 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ।