রেডমি ৭ বাজারে জনপ্রিয়তা লাভের পর শাওমি বাজারে ছাড়ল রেডমি ৮ । গত রবিবার থেকে এই ফোনটি বাজারে এসছে , আসুন দেখে নেওয়া যাক এই ফোনটির ফিচার্স গুলি ।
এতে আপনি পাচ্ছেন ৬.২২ ইঞ্চি ( ১৫.১ সেমি ) HD+ ডিসপ্লে, ফোনটি চলবে Android 9(Pie) এবং থাকবে Octa-core Qualcomm snapdragon 439 প্রসেসর।
এতে দুটি Back camera রয়েছে, ১২ মেগাপিক্সেল (Primary sensor Soney mix363) + ২ মেগাপিক্সেল ( Dept sensor) ক্যামেরা এবং সাথে থাকছে ফিঙ্গারপ্রিন্ট ও।
৪জিবি RAM + ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ- এর এই ফোনটি পাবেন মাত্র ৮,৯৯৯ টাকায়। কিন্তু প্রথম ৫০ লক্ষ রেডমির এই ভার্সানটি মাত্র ৭,৯৯৯ টাকায় পেয়ে যাবেন। Mi.com এবং Fipcart flash সেলে পাবেন ফোনটি।