স্যামসাং জানিয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে নিয়ে আসছে তারা।
এই ফোনে থাকবে ১০৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ স্টাইল প্রাইমারি সাটার যার সঙ্গে থাকবে ৫অপ্টিকাল জুম্।এই ফোন লঞ্চ হবে 2020 সালে।আর থাকছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা , ২০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আঙ্গেল ক্যামেরা, আর থাকছে ম্যাক্রো শট তোলার জন্য ২ মেগাপিক্সেলের ক্যামেরাও।
স্যামসং-এর স্মার্টফোনের মন্দা বাজারকে আবার আগের মতো করে তোলার জন্য এই ফোন।এবং এর দাম হতে পারে মধ্যবিত্তের নাগালে ।