5 ডিসেম্বর লঞ্চ হতে পারে Nokia 2.3। লঞ্চের আগেই এই বাজেট স্মার্টফোনের সামনে এল কিছু তথ্য। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে Nokia 2.3 ফোনের দাম ও স্পেসিফিকেশন জানা গিয়েছে।
স্পেসিফিকেশন :
NokiaPowerUser ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Nokia 2.3 এর দাম 8,600 টাকা।এই ফোনের ছবি ইন্টারনেটে সামনে এসেছিল। ‘চারকোল’ রঙে লঞ্চ হতে পারে Nokia 2.3।
Nokia 2.3 ফোনে থাকতে পারে একটি 6.1 ইঞ্চি HD ডিসপ্লে ও সাথে থাকতে পারে 3,920 mAh ব্যাটারি। এই ফোনে থাকতে পারে Bluetooth 5.0 সাপোর্ট।
সম্প্রতি ভারতে Nokia 2.2 ফোনের দাম কমিয়েছিল HMD Global। 2GB RAM আর 16GB স্টোরেজে Nokia 2.2 এর দাম কমে হয়েছে 5,999 টাকা। 3GB RAM আর 32GB স্টোরেজে এই ফোন কিনতে 6,999 টাকা খরচ হবে। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইন স্টোরে নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন।