ভারতীয় বাজরে এল সোলার চালিত স্মাটফোন Solophone । বিগত কয়েক বছর ধরে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলি সোলার এনার্জির উপর ব্যাপকভাবে জোর দিয়েছে। এই এনার্জি শুধু পরিবেশের জন্য ভালো তা নয়, এটি প্রচলিত শক্তির বিদ্যুতের ব্যবহার ও কমায় । প্রথম অবস্থায় কোম্পানি এই ফোনকে নির্দিষ্ট সংখ্যায় উপলব্ধ। যার কারণে আগে আসার ভিত্তিতে এই ফোনটিকে কিনতে পারবেন গ্রাহকরা। ফোনটি কেবল ৪৯০ টাকায় বুক করতে পারবেন www।solophone।in ওয়েবসাইটে থেকে।
লঞ্চের আগেও কোম্পানি Solophone কে ১৬ মাস ব্যবহার করেছে। আগামী বছরের শুরু থেকেই এই ফোনের ডেলিভারি শুরু হবে। আসুন জেনে নেই কোম্পানি এই ফোনে কি প্রযুক্তি ব্যবহার করেছে।
স্পেসিফিকেশন :
সাধারণ স্মার্ট ফোন কিছুক্ষন ব্যাবহার করার পরে গরম হয়ে যায় এবং আমরা গেম ইন্স্টল্ করলে ফোন হ্যাং করে, এই সকল সমস্যা এড়ানোর জন্য কোম্পানি এই ফোনটিতে AFSC প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে।
ওভারচার্জ হয়ে ব্যাটারি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য এই ফোন S.P.I.T প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে।
S.A.M.S- প্রযুক্তি ব্যবহারের ফলে ফোনের চার্জ ৭০ শতাংশ থেকে কম হলেই ফোনটি চার্জ হতে শুরু করবে।
L.T.B.B.S.T – এই ফোনে L.T.B.B.S.T প্রযুক্তির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যেটি সাধারণ ব্যাটারির তুলনায় ৪৫ শতাংশ দীর্ঘক্ষণ ব্যাকআপ দেয়। এই কারনে ফোনকে বারবার চার্জ করার সমস্যা থেকে মুক্তি।
মোবাইল সেলে লাগানো ছোট ছোট সোলার প্যানেল এনার্জি একত্রিত হয়ে ব্যাটারিকে চার্জ করার জন্য S.N.H.P.C.T প্রযুক্তি ব্যাবহার করেছে কোম্পানি।