স্মার্টফোনের দুনিয়ায় lenovo কোম্পানি নিয়ে এসেছে 5g স্মার্টফোন, এটি এসময়ের সব থেকে কম দামের 5g স্মার্টফোন। এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ইতিমধ্যে এই ফোনটি চিনে লঞ্চ হয়ে গেছে । এতে 8Gb RAM ও 256Gb ইন্টারনাল স্টোরেজ থাকবে এবং ডিভাইসে ব্যাক কোয়াড ক্যামেরা আছে ।
নেটওয়ার্ক স্পিড :
Lenovo Z6 pro 5G নাম এই ফোনটি লঞ্চ হবে। ফোনটি 5G+4G ডুয়াল কোয়াড স্ট্যান্ডবাই হিসাবে আসবে। অর্থাৎ এই ফোনটিতে আপনি একসাথে 4G ও 5G সিমকার্ড ব্যাবহার করতে পারবেন। এর ডাউনলোড স্পিড হবে 2.02Gbps পর্যন্ত এবং আপলোড স্পিড হবে 406Mbps পর্যন্ত।
ক্যামেরা :
যদি আমরা এই ফোনের ক্যামেরা দেখি তাহলে আমরা দেখবো এই ফোন আপনি পেয়ে যাবেন চারটি পিছন ক্যামেরা। যার একটি থাকবে 48 মেগাপিক্সেল, অন্যান্য গুলি যথাক্রমে 16 +8+2 মেগাপিক্সেলের থাকবে। এর সাথে সাথে ফোনটিতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
স্পেসিফিকেশন :
Z6 pro এর স্পেসিফিকেশন দেখি তবে এই ফোন 6.39 ইঞ্চির ডিসপ্লে ও লিকুইড 2.0 কুলিং সয়েস্টেম এর সাথে ইনবিল্ড। আর এই ফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্রসেসর-এ চলবে।